চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে জীবননগর ফুল বাজারের সামনে ওই অভিযান চালিয়ে এই ভয়ঙ্কর মাদক জব্দ করা হয়। চালানো হয়।
বিকেল ৫টায় মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে বিশেষ তথ্যের ভিত্তিতে জীবননগর ফুলের মার্কেটের সামনে সড়কের ওপর পৃথক স্থানে অবস্থান নেয় বিজিবি। এ সময় যশোর থেকে দর্শনাগামী শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের পেছনের ডান দিকে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে তিন কেজি ৪০ গ্রাম ওজনের ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। জব্দকৃত ক্রিষ্টাল মেথ আইসের আনুমানিক মূল্য ১৫ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।