অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনে সহায়তার জন্য কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বাসস জানায়, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
বার্তা সংস্থাটির খবরে বলা হয়, অধ্যাপক ইউনূস উত্তর আমেরিকার দেশটির শীর্ষ রাজনীতিক এবং উন্নয়ন সংস্থাসহ কানাডার সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করেন।
তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কানাডার সহায়তা প্রয়োজন তার সরকারের।
প্রধান উপদেষ্টা বলেন, তার গল্প কানাডার স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের বড় বিনিয়োগ দরকার।’
অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকারসূত্রে বিপুল পরিমাণ ঋণের ভারে সম্পূর্ণ বিপর্যস্ত অর্থনীতি পেয়েছে বলেও উল্লেখ করেন ড. ইউনূস।
ঢাকায় কানাডার হাইকমিশনার বলেন, তার সরকার প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে প্রস্তুত।
তিনি বলেন, কানাডা বাংলাদেশে সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করতে আগ্রহী।