বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পৃথক হত্যা মামলায় মেনন ও ইনু রিমান্ডে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৭ আগস্ট, ২০২৪ ১৮:৩৮

রাজধানীর আদাবর থানার পোশাককর্মী রুবেল হত্যা মামলায় মেননকে ছয়দিন এবং নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় ইনুকে সাতদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে রিমান্ডে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রাজধানীর আদাবর থানার পোশাককর্মী রুবেল হত্যা মামলায় মেননকে ছয়দিন এবং নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় ইনুকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও আলী হায়দার শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মেননকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক তাকে পোশাককর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডের আবেদন করেন।

একই দিনি হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে সাতদিনের রিমান্ডে পাঠান।

রাশেদ খান মেননকে গত ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

তবে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরদিন শুক্রবার তাকে আদালতে হাজির করে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

পোশাককর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন। এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসানসহ ১৫৬ জনকে আসামি করা হয়। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি। ১৯ জুলাই নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর ভাগনি জামাই আব্দুর রহমান বাদী হয়ে ২১ আগস্ট নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি ডিবিপ্রধান হারুন অর রশীদ প্রমুখ।

এ বিভাগের আরো খবর