পল্লী বিদ্যুতের সব স্থাপনা ও কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।
এক বার্তায় পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে বলা হয়, ‘পল্লী বিদ্যুতের সকল স্থাপনা ও অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
দাবি আদায়ে আনসার সদস্যদের মতো পল্লী বিদ্যুতের কর্মীরাও আন্দোলনে নামতে পারেন বলে গত কয়েক দিন ধরে আলোচনা চলছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। এমন আলোচনার মধ্যেই পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো হলো।
গত রোববার রাতে সচিবালয় এলাকায় আনসার বাহিনীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ওই সময় কমপক্ষে ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেন শিক্ষার্থীরা। এ ছাড়া তিনজন আনসার সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়।