চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রসুলাবাদ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আহমদ রেজার পদত্যাগ ও বিচার দাবিতে রোববার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বক্তাদের একজন বলেন, বর্তমান অধ্যক্ষ আহমদ রেজা আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে উপাধ্যক্ষ হন। পরে আর্থিক অসদুপায় অবলম্বন করে অবৈধভাবে অধ্যক্ষ হিসেবে নিয়োগের সুবিধা নেন।
অধ্যক্ষের নেতৃত্বে সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীদের সহায়তায় মাদ্রাসার সার্বিক পরিবেশ বিনষ্ট করেন। এতে অরাজকতা তৈরি হয় মাদ্রাসায়।
তিনি আরও বলেন, ‘মতের অমিল হলেই কথায় কথায় হুমকি-ধমকি, মামলা-মোকদ্দমা, গ্রেপ্তার করিয়ে দেয়ার ত্রাসের রাজত্ব করে মাদ্রাসার পবিত্র আঙিনায়। এমনকি ভিন্ন মতাদর্শী শিক্ষার্থীদের নিজেই মাদ্রাসা হোস্টেল থেকে পুলিশের হাতে তুলে দেন তিনি। এ কেমন দানব-হিংস্র শিক্ষক?’
অন্য এক বক্তা বলেন, ‘আওয়ামী স্বৈরশাসকের গুন্ডা এবং কমিটির লোক দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে হেনস্তা করতেন। মাদ্রাসা অফিস হয়ে ওঠে বহিরাগতদের অবৈধ কার্যকলাপের আড্ডাখানা, টর্চার-নিপীড়ন, সিগারেট-নেশা খাওয়ার আস্তানা। এভাবে মাদ্রাসার পড়াশোনার সুন্দর ও মৌলিক পরিবেশ ধ্বংস হয়ে যায়।’
কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন অভিভাবক ও এলাকার সচেতন লোকজন।
কর্মসূচি থেকে বর্তমান ছাত্র-ছাত্রীরা ৪৮ ঘণ্টার মধ্যে অধ্যক্ষকে পদত্যাগের আলটিমেটাম দেন। পদত্যাগ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালাবেন বলে জানান তারা।