বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্যার পানিতে ভাসছিল শিশুর মরদেহ

  • প্রতিনিধি, নোয়াখালী   
  • ২৫ আগস্ট, ২০২৪ ১৫:২৩

কেশারপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হক বলেন, ‘গিয়াস উদ্দিন পরোপকারী মানুষ। তার সন্তানের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকাহত।’

নোয়াখালীতে বন্যার পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট পশ্চিমপাড়ায় রোববার সকালে এ ঘটনা ঘটে।

প্রয়াত আবদুর রহমান কেশারপাড় ইউনিয়নের বীরকোট পশ্চিমপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে।

গিয়াস উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

কেশারপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হক শিশুর মৃত্যুর বিষয়টি জানান।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘বন্যাদুর্গত আট থেকে ১০টি পরিবার গিয়াস উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। সকালে আশ্রিতদের জন্য খাবার আনতে গিয়াস উদ্দিন বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর তার ছেলে আবদুর রহমান ঘর থেকে বের হয়ে যায়। এ সময় তার মা তাহমিনা ঘরের কাজে ব্যস্ত ছিলেন।

‘একপর্যায়ে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশে আবদুর রহমানের মরদেহ বন্যার পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।’

চেয়ারম্যান আরও বলেন, ‘গিয়াস উদ্দিন পরোপকারী মানুষ। তার সন্তানের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকাহত।’

এ বিভাগের আরো খবর