ঢাকা-১৩ সংসদীয় আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) সাদেক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।
শনিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া থেকে সাদেক খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল ইসলাম ভূঁইয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সাদেক খান রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, সাদেক খান ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি।