বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৪ আগস্ট, ২০২৪ ২০:২১

এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ড. মুহাম্মদ ইউনূস বন্যা মোকাবিলা ও পরবর্তী কার্যক্রম সমন্বিতভাবে করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি চান এনজিওগুলো যে কাজটা করবে সেটা যেন সমন্বিতভাবে করা হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এক্ষেত্রে সামরিক ও বেসামরিক প্রশাসন এবং স্বেচ্ছাসেবক ছাত্র-জনতার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে দেশের এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাম্প্রতিক বন্যা নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে এমন এনজিওগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান ড. ইউনূস।

মতবিনিময় শেষে প্রধান উপদেষ্টার পক্ষে প্রেস সচিব শফিকুল আলম এবং এনজিওগুলোর পক্ষে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ যমুনার গেটে সাংবাদিকদের ব্রিফ করেন।

ব্রিফিংয়ে জানানো হয়, চলমান বন্যা পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম সমন্বয় করছে সেনাবাহিনী। বন্যা-পরবর্তী পরিস্থিতি ও পুনবার্সন কার্যক্রম সমন্বয় করবে বেসামরিক প্রশাসন।

মতবিনিময় সভায় দুই পর্বের কাজে কিভাবে সামরিক ও বেসামরিক প্রশাসনের সঙ্গে এনজিও, স্বেচ্ছাসেবক ছাত্র-জনতা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে আরও বেশি সমন্বয় করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, এই মতবিনিময় সভায় ক্ষুদ্র, মাঝারি ও বড় এনজিও এবং উপকূলভিত্তিক ৪৪টি এনজিওর প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সমন্বিত কাজের ওপর গুরুত্বারোপ করেছেন জানিয়ে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা চান এনজিওগুলো যে কাজটা করবে সেটা যেন সমন্বিতভাবে করা হয়। পানি নামার পরের কাজটাও খুবই গুরুত্বপূর্ণ।

অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে। অনেকের বাসাবাড়ির কিছুই অবশিষ্ট নেই। পানিবাহিত রোগের প্রাদুর্ভাবের বিষয়ও আছে। এসব ক্ষেত্রে কিভাবে সমন্বিত উদ্যোগ নিয়ে পরিস্থিতি মোকাবেলা করা যায় সেভাবে কাজ করতে বলেছেন ড. ইউনূস।

বন্যার সংকট মোকাবেলায় ছাত্র-জনতার ঐক্য এবং উদ্যোগের প্রশংসা করে ড. ইউনূস বলেন, তরুণদের যে উদ্যোগ ও প্রেরণা তার সঙ্গে বাংলাদেশের সবাই যেন একীভূত হয়ে এই বন্যা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েন। সবাই মিলে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।

যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে সরকারের উদ্যোগের কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘কমিউনিকেশনের ব্যাপারে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় হচ্ছে। মোবাইল ফোন কোম্পানির সঙ্গে সমন্বয় হচ্ছে। চেষ্টা চলছে ডিজেল পাঠিয়ে টাওয়ারগুলো যেন চালু করা যায়, দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা যায়।’

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘এনজিওদের সব সময়ই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা অনেক তহবিল মোবিলাইজ করে। কিছু কিছু জায়গা ওরা অনেক ভালো চেনে। এনজিওরা বাংলাদেশের শক্তি। তরুণরা যে স্বপ্ন আমাদের দেখাল, সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে।’

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘সরকারি ও বেসরকারি সেক্টর একসঙ্গে কাজ করার উদ্যোগকে স্বাগত জানাই। সমন্বয়ের মাধ্যমে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

‘তৃতীয়ত, তহবিল সরবরাহ কিভাবে করা যায়। প্রধান উপদেষ্টা দাতা সংস্থাগুলোর সঙ্গেও কথা বলবেন। দাতাদের সঙ্গে একটা এনজিও সেক্টর এবং কাজের ক্ষেত্রে একটা জয়েন্ট রেসপন্স প্ল্যান নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে আলোচনা হয়েছে। এটা নিয়ে ব্যাপক কাজ হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রবাসীদের মাধ্যমে তহবিল সংগ্রহের একটা চেষ্টা থাকবে। ইন্টারন্যাশনাল কমিউনিটির সহায়তা প্রয়োজন হবে। সরকারের একটা মেকানিজম কাজ করে। তার সঙ্গে এনজিওগুলোকে সম্পৃক্ত করা হবে।’

এ বিভাগের আরো খবর