বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুলনা কারাগারের জেলার জেল সুপার ফার্মাসিস্টের নামে মামলা

  • প্রতিবেদক, খুলনা   
  • ২২ আগস্ট, ২০২৪ ১৫:৩২

মামলায় বাদীপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, ‘খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনারকে (ডিসি) তদন্তভার দিয়েছেন আদালত। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।’

খুলনার সদ্য সাবেক জেলার, জেল সুপার ও ফার্মাসিস্টকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে।

তাদের বিরুদ্ধে কারাবন্দিকে চিকিৎসার সুযোগ না দেয়ার অভিযোগ আনা হয়েছে।

খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে মঙ্গলবার দুপুরে এ মামলার আবেদন করা হয়।

আদালতের বিচারক আনিসুর রহমান মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন।

মামলাটি করেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যাতে আসামি করা হয় খুলনার সদ্য সাবেক জেলার এ. জি. মাহমুদ, সাবেক জেল সুপার রফিকুল ইসলাম কাদের ও ফার্মাসিস্ট আতাউর রহমান পারভেজকে।

মামলার বিবরণে বলা হয়, গত ৭ জানুযারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় জামিন নাকচ করে বিএনপি নেতা এসএম মনিরুল হাসান বাপ্পীকে জেলহাজতে পাঠানো হয়। কারাবন্দি অবস্থায় গত ৩ মে বিকেল তিনটার দিকে খুলনা জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তিনি চিকিৎসার সুযোগ পাননি।

মামলায় বাদীপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, ‘খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনারকে (ডিসি) তদন্তভার দিয়েছেন আদালত। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।’

এ বিভাগের আরো খবর