বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অধিকারের আদিলুর ও এলানের সাজার রায় বাতিল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ আগস্ট, ২০২৪ ১৫:০৯

আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া সাংবাদিকদের জানান, আদিলুর ও নাসির উদ্দিন এলানের আপিল মঞ্জুর করেছে হাইকোর্ট।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সাবেক সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দেয়া সাজার রায় বৃহস্পতিবার বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট।

বাসস জানায়, সাইবার ট্রাইব্যুনালের দেয়া এ রায়ের বিরুদ্ধে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানের আপিল মঞ্জুর করে বিচারপতি আবদুর রবের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া সাংবাদিকদের জানান, আদিলুর ও নাসির উদ্দিন এলানের আপিল মঞ্জুর করেছে হাইকোর্ট।

তিনি জানান, বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করেছে হাইকোর্ট। ফলে মিথ্যা ওই মামলার দায় থেকে সম্পূর্ণ খালাস পেলেন দুজন। এ রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে। মিথ্যা পরাজিত হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থাটির খবরে বলা হয়, ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ নির্মূলের ঘটনায় অধিকারের তথ্যকে কেন্দ্র করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারায় দুজনের নামে মামলাটি হয়।

গত বছরের ১৪ সেপ্টেম্বর আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানকে দুই বছর করে কারাদণ্ড দেয় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

সাইবার ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে গত বছরের ২৫ সেপ্টেম্বর হাইকোর্টে আপিল করেন আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলান। তখন তারা কারাগারে ছিলেন।

গত বছরের ১০ অক্টোবর হাইকোর্ট আদিলুর রহমান ও নাসির উদ্দিন এলানের করা আপিল শুনানির জন্য গ্রহণ করে। একই সঙ্গে জরিমানা স্থগিত করে তাদের জামিন দেয়।

গত বছরের ১৫ অক্টোবর দুই মানবাধিকারকর্মী জামিনে মুক্তি পান।

অন্যদিকে এ মামলায় আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে আপিল করে।

দুজনের আপিলের ওপর শুনানি শেষে তা মঞ্জুর করে আজ রায় দেয় হাইকোর্ট।

আদিলুর রহমান খান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে দায়িত্ব পালন করছেন।

এ বিভাগের আরো খবর