কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের গোডাউন করাকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুগ্রুপে সংঘর্ষ হয়। এতে কবির ভূঁইয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সমর্থক রিংকু ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে নিহত কবির ভুইয়া উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। তবে তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার নগরকান্দায় শহিদুল ইসলাম বাবুল তার কর্মী-সমর্থকদের নিয়ে শো-ডাউন করার কথা ছিল। এ উপলক্ষে সকালে বাবুলের শতাধিক সমর্থক নগরকান্দার প্রবেশদ্বার কুমার নদের ব্রিজের পাশে দেশীয় অস্ত্রের মহড়া দিচ্ছিল।
বেলা সাড়ে ১১টার দিকে রিংকুর কয়েক হাজার সমর্থক জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বাবুলের সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে গেলে নগরকান্দায় রিংকুর সমর্থকদের মিছিল করতে দেখা গেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।