বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উপাচার্যের পদত্যাগের পক্ষে-বিপক্ষে অবস্থান ববি শিক্ষার্থীদের

  • প্রতিনিধি, বরিশাল বিশ্ববিদ্যালয়    
  • ২০ আগস্ট, ২০২৪ ১২:৫৮

পদত্যাগের পক্ষে আন্দোলনকারী শিক্ষার্থী মো. রাকিব বলেন, ‘আমরা আন্দোলন করে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। আমরা চাই না স্বৈরাচারের কোনো দোসর আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে থাকুক।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার পদত্যাগের পক্ষে ও বিপক্ষে মঙ্গলবার বিপরীতমুখী অবস্থান নিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

ববির নিচ তলায় একদল শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগের পক্ষে এবং আরেক দল শিক্ষার্থী বিপক্ষে অবস্থান নেন।

বেলা ১১টার দিকে ববি ভবনের নিচ তলায় সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের পক্ষে-বিপক্ষে অবস্থান শুরু করেন। উভয় পক্ষই স্লোগান দিতে শুরু করেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবদুল কাইউম। আজ রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

পদত্যাগের পক্ষে আন্দোলনকারী শিক্ষার্থী মো. রাকিব বলেন, ‘আমরা আন্দোলন করে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। আমরা চাই না স্বৈরাচারের কোনো দোসর আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে থাকুক।’

পদত্যাগের বিপক্ষে অবস্থানকারী শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ বলেন, ‘আমরা দেখেছি প্রথম থেকেই আমাদের উপাচার্য শিক্ষার্থীবান্ধব ছিলেন। আর সব থেকে বড় বিষয়টি হলো এই মুহূর্তে উপাচার্য পদত্যাগ করলে আমরা সেশনজটে পড়ব। এ কারণেই আমরা তার পদত্যাগের বিপক্ষে অবস্থান করছি।’

এ প্রতিবেদন লেখার সময় পদত্যাগের দাবি করে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্য বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করছিলেন।

এ বিভাগের আরো খবর