বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটে দুই হত্যা মামলা: মেয়র, সাবেক উপাচার্য, প্রক্টরও আসামি

  • প্রতিবেদক, সিলেট   
  • ১৯ আগস্ট, ২০২৪ ১৮:১২

সাংবাদিক এটিএম তুরাব ও শাবিপ্রবি শিক্ষার্থী রুদ্র সেন নিহত হওয়ার ঘটনায় সোমবার সিলেটের অতিরিক্তি চিফ মেট্রোপলিটন আদালতে মামলা দুটি করা হয়। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, শাবিপ্রবির সদ্য সাবেক উপাচার্য ফরিদ উদ্দিন, সবশেষ সংসদের একাধিক সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।

বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে সাংবাদিক এটিএম তুরাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রুদ্র সেন নিহত হওয়ার ঘটনায় সোমবার পৃথক দুটি মামলা হয়েছে।

সোমবার দুপুরে সিলেটের অতিরিক্তি চিফ মেট্রোপলিটন আদালতে তুরাবের ভাই আবুল হোসেন মোহাম্মদ আজরফ জাবুর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাবিপ্রবি শাখার সমন্বয়ক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

এসব মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, শাবিপ্রবির সদ্য সাবেক উপাচার্য ফরিদ উদ্দিন, সবশেষ সংসদের একাধিক সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।

আদালত অভিযোগ দুটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছে বলে জানান বাদী পক্ষের আইজীবী এমরান আহমদ চৌধুরী ও আব্দুর রব।

সাংবাদিক এটিএম তুরাব পুলিশের গুলিতে নিহত হয়েছেন অভিযোগ করে আদালতে জমা দেয়া এজাহারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহাননগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করে আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।

একই দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন মৃত্যুর ঘটনায় একই আদালতে আরেকটি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগী উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ, প্রক্টর কামরুজামান চৌধুরী, সিলেট সিটি করপোরেশেনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধূরী, সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ রঞ্জিত সরকার, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলসহ ৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।

এ বিভাগের আরো খবর