বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ঠাকুরগাঁও সদরের বাসা থেকে শুক্রবার রাতে রমেশ সেনকে আটক করে পুলিশ। তার নামে মামলাটি করেন ঠাকুরগাঁও হাজীপাড়ার স্থানীয় বাসিন্দা রিপন ওরফে বাবু।
এ মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। কিছুসংখ্যক অজ্ঞাতনামা আসামিও আছে।সাবেক এমপিকে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে আদালতে তোলা হলে বিচারক রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, এ রাজনীতিক অসুস্থ থাকায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়নি। পরবর্তী সময়ে রিমান্ডে নিতে আবেদন করা হবে।
এর আগে শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশের একদল সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ সেনকে আটক করে।
পরিবারের অভিযোগ, সাদা পোশাকে আসা পুলিশ সদস্যরা রমেশকে বাড়ি থেকে তুলে নিয়ে যান।
এ রাজনীতিকের স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করেন, ‘সাদা পোশাকে পুলিশের ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তাকে (রমেশ) তুলে নিয়ে যায়। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হতে পারেন। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এ বিষয়ে কিছু বলেননি তারা।’
অঞ্জলি আরও বলেন, “সবার কাছে অস্ত্র ছিল। রমেশকে তারা বলেন, ‘ওঠেন, চলেন।’ তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছু বলেনি।”
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, ডিবির কিছু সদস্য এসে রমেশ সেনকে ঠাকুরগাঁও নিয়ে যান। ডিবির দলের সঙ্গে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন।
ঠাকুরগাঁও জেলা ডিবির ওসি আনোয়ারুল ইসলাম জানান, তাদের কোনো টিম সেখানে যায়নি।
এ বিষয়ে রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ‘রাত ১০টা ৩০ মিনিটে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর আমি দেখতে পাই, ঢাকার হেডকোয়ার্টার্স থেকে পুলিশের একটি দল এসেছে এবং তারা রমেশচন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়েছে। বর্তমানে তাকে ঠাকুরগাঁও থানায় রাখা হয়েছে।’