বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র-জনতা আহত হয়েছেন, সরকারি হাসপাতালে তাদের বিনা মূল্যে চিকিৎসাসহ যাবতীয় ব্যয় সরকার বহন করবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ শনিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বলে উল্লেখ করেছে ইউএনবি।
বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থাটির খবরে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এরই মধ্যে কমিটি গঠন করেছে। এ কমিটি কর্মপন্থা নির্ধারণে রোববার বৈঠকে বসবে।
বিজ্ঞপ্তিতে বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছে।
প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার সব বিল সরকার বহন করবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার দাবিতে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের সময় ছয় শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অফিসের এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। শুক্রবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।