বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাবেক সচিবের বাসা থেকে তিন কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ আগস্ট, ২০২৪ ২২:৩২

ডিএমপির এডিসি ওবায়দুর রহমান জানান, মোহাম্মদপুরের বাসায় শুক্রবার অভিযান চালিয়ে নগদ তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ৭০ হাজার ৪০০ টাকার প্রাইজবন্ড ও ১০ লাখ তিন হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে তিন কোটির বেশি নগদ টাকা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মুদ্রা ও প্রাইজবন্ড।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) ওবায়দুর রহমান বার্তা সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওবায়দুর রহমান বলেন, ‘শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডে এফ ব্লকে সাবেক সিনিয়র সচিব শাহ কামালের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

‘এর মধ্যে রয়েছে- নগদ তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ৭০ হাজার ৪০০ টাকার প্রাইজবন্ড ও ১০ লাখ তিন হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা।

তিনি জানান, টাকা উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এ বিভাগের আরো খবর