সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গত ৫ আগস্টের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যাওয়ার পথে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত মো. আমানতের জানাজায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আমানত। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজায় অংশ নেন আসিফ।
অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নিয়ে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় সমন্বয়ক ও বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় নেতাসহ শত শত শিক্ষার্থী অংশ নেন। ওই সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
নিহত মো. আমানত সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। ১৯৯৯ সালে এসএসসি পাস করা এ শিক্ষার্থী নারায়ণগঞ্জ কলেজে পড়াশোনা করেন।
বিগত বিএনপি সরকারের আমলে আমানত নারায়ণগঞ্জ কলেজের ছাত্রদলের এজিএস নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে শুরুতেই অগ্রণী ভূমিকা রেখে ফেসবুকসহ রাজপথে সক্রিয় ছিলেন তিনি।