অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টার সংখ্যা বাড়ছে।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এরই মধ্যে ১৭ জন উপদেষ্টা শপথ নিয়েছেন। নতুন করে আরও কয়েকজন উপদেষ্টা শপথ নিচ্ছেন শুক্রবার।
উপদেষ্টাদের তালিকায় যুক্ত হতে যাচ্ছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ ছাড়া রয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান। তাদের মধ্যে বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন আলী ইমাম মজুমদার। তাকে সেখান থেকে সরিয়ে উপদেষ্টা করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তিনজনের নাম নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমের নামও শোনা যাচ্ছে।
কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পাঁচজন উপদেষ্টা নতুন করে শপথ নেবেন। সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রও বলছে যে, তাদের পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে, তবে চারজন না পাঁচজন উপদেষ্টা শপথ নিতে যাচ্ছেন তা গাড়ির সংখ্যা দিয়ে নিরূপণ করা মুশকিল। কেননা এসব ক্ষেত্রে সাধারণত বাড়তি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়ে থাকে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। প্রধান উপদেষ্টাসহ বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে মোট সদস্য সংখ্যা ১৭ জন। নতুন করে আরও পাঁচজন যুক্ত হলে সদস্য সংখ্যা দাঁড়াবে ২২ জনে।
নতুন উপদেষ্টারা শপথ নেয়ার পর কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তা জানা যাবে।
প্রধান উপদেষ্টার হাতে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, কৃষি, জনপ্রশাসন, বাণিজ্যসহ ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ।