সতর্কবাণীতে বলা হয়, ‘সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ১৬ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।’
দেশের তিনটি বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ হাফিজুর রহমান শুক্রবার ভারি বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানান।
সতর্কবাণীতে বলা হয়, ‘সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ১৬ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
‘ভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে।’