বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনে বাধা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ আগস্ট, ২০২৪ ১৫:১২

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জড়ো হওয়া আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মারধর করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ধানমণ্ডি ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে কাউকে শ্রদ্ধা নিবেদন করতে দেয়া হয়নি বলে জানিয়েছে ইউএনবি।

বার্তা সংস্থাটির খবরে বলা হয়, সকাল থেকে সেখানে আওয়ামী লীগের পদযাত্রা কর্মসূচি আটকাতে অবস্থান করছিল বিক্ষোভকারীরা।

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জড়ো হওয়া আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মারধর করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা।

এদিকে আওয়ামী লীগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শোক দিবসে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

এর আগে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

অন্যদিকে আওয়ামী লীগের ‘ধানমণ্ডি ৩২ অভিমুখে পদযাত্রা’ কর্মসূচি ঠেকাতে বুধবার মধ্যরাত থেকে ওই এলাকা দখল করে রাখে কিছু শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো নেতাকে দেখা যায়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ আগস্ট জাতীয় ছুটি বাতিল করে দেয়।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন ধানমণ্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় অনেককে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ইউএনবির খবরে বলা হয়, ওই এলাকায় বৃহস্পতিবার আসা সবাইকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং বিক্ষোভকারীরা দর্শনার্থীদের পরিচয়পত্র ও মোবাইল ফোনও পরীক্ষা করছিলেন।

কিছু লোককে ওই এলাকায় দর্শনার্থীদের ধাওয়া করতে দেখা যায়। বিবাদে জড়িয়ে পালানোর সময় কাউকে কাউকে মারধরের শিকার হতেও দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা তাদের কর্মকাণ্ডের ছবি বা ভিডিও কেউ যেন তুলতে না পারেন, তা নিশ্চিত করার চেষ্টা করছিলেন।

ওই সময় ছাত্র-জনতার বাধা উপেক্ষা করে বেশ কয়েকজন আওয়ামী লীগ সমর্থক ভেতরে ঢোকার চেষ্টা করলে তাদের কর্তব্যরত সেনা সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

এ বিভাগের আরো খবর