বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গবন্ধু ভবনে প্রদীপ জ্বালাতে গিয়ে আক্রমণের শিকার রোকেয়া প্রাচী

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৫ আগস্ট, ২০২৪ ১৩:১৪

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রদীপ প্রজ্বালনের সময় ৩০ থেকে ৩৫ জনের আরও একটি দল সেখানে হাজির হয়। তাদের অনেকের হাতে লাঠিসোটা ছিল। তারা সংস্কৃতিকর্মীদের সেখান থেকে সরে যেতে বলেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে তাকে লাঠি দিয়ে মারতে থাকেন যুবকরা।

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে প্রদীপ প্রজ্বালনের সময় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এর আগে দুপুরে ফেসবুকে এ অভিনেত্রী ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে সেখানে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ সেখানে শতাধিক সংস্কৃতিকর্মী জড়ো হন। ছিল সংবাদমাধ্যমকর্মীরাও।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রদীপ প্রজ্বালনের সময় ৩০ থেকে ৩৫ জনের আরও একটি দল সেখানে হাজির হয়। তাদের অনেকের হাতে লাঠিসোটা ছিল। তারা সংস্কৃতিকর্মীদের সেখান থেকে সরে যেতে বলেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে তাকে লাঠি দিয়ে মারতে থাকেন যুবকরা।

তারা আরও জানান, আঘাতে অভিনেত্রী লুটিয়ে পড়েন। সহশিল্পীরা দ্রুত সেখান থেকে তাকে সরিয়ে নেন।

রোকেয়া প্রাচী নিউজবাংলাকে বলেন, ‘হত্যার উদ্দেশ্যে আমাকে হামলা করা হয়েছিল।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন মারপিট করেছে বলেও অভিযোগ করেন তিনি।

রোকেয়া প্রাচী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে যুক্ত। প্রদীপ প্রজ্বালনের আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি।

‘আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’

এ বিভাগের আরো খবর