রাজধানীর ওয়ারীতে আলামিন ও নুরুল আমিন নামে দুই ভাইকে বুধবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জের ধরে ওয়ারী থানার হাটখোলা এলাকায় এই দুই যুবককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
নিহত আলামিন ওয়ারী থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং পোশাক ব্যবসায়ী ছিলেন। আর নুরুল আমিন মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন।
নিহত আলামিনের স্ত্রী মুনমুন ভূঁইয়া জানান, তাদের বাসা ওয়ারী এ কে এম সাহা লেনে। আর নুরুল আমিনের বাসা ডেমরার বাঁশেরপুল এলাকায়। দুবছর আগে হাটখোলা এলাকায় ফ্ল্যাট কেনার জন্য ক্ল্যাসিক্যাল নামে একটি কোম্পানিকে টাকা দিয়েছিলেন দুই ভাই। কিন্তু তাদেরকে ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি ওই কোম্পানি।
মুনমুন বলেন, ‘আজ (বুধবার) সকালের দিকে আলামিন ও নুরুল আমিন হাটখোলায় ওই ফ্ল্যাটের জায়গায় গেলে আকবর, টুটুল, ইলিয়াসসহ আরও কয়েকজন মিলে তাদেরকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।’
নিহত নুরুল আমিনের শ্যালক মোহাম্মদ জুবায়ের জানান, সন্ত্রাসীরা রক্তাক্ত করে তাদের রাস্তায় ফেলে রেখে যায়। নুরুল আমিনকে পুলিশ ও তার বড় ভাই আলামিনকে স্থানীয়রা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।