বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মামুনুর রশীদের আদালতে আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কড়া নিরাপত্তায় তাদেরকে আদালতে হাজির করে।
সালমান এফ রহমান ও আনিসুল হককে বুধবার আদালতে হাজির করার সময় ছিল জোর নিরাপত্তা। ছবি: সংগৃহীত
পুলিশের পক্ষ থেকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমান এফ রহমান ও আনিসুল হককে দশদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত তাদের দশদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী ও অন্যজন দোকান কর্মচারী মো. শাহজাহান।
এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।