পুলিশ সদরদপ্তর জানায়, সম্প্রতি লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ৩০৯টি অস্ত্র, গোলাবারুদের মধ্যে ৬ হাজার ২৫৮টি গুলি, ৩১৮টি টিয়ার গ্যাস শেল, দুটি টিয়ার গ্যাস গ্রেনেড এবং ৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩০৯টি অস্ত্র ও ছয় হাজার ২৫৮টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
সদরদপ্তর থেকে বুধবার দুপুরে বাসসকে দেয়া খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, প্রায় ৯ দিন পর এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হলো।
পুলিশ সদরদপ্তর জানায়, সম্প্রতি লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ৩০৯টি অস্ত্র, গোলাবারুদের মধ্যে ৬ হাজার ২৫৮টি গুলি, ৩১৮টি টিয়ার গ্যাস শেল, দুটি টিয়ার গ্যাস গ্রেনেড এবং ৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।