বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে খুলনায় বিএনপির বিক্ষোভ

  • প্রতিবেদক, খুলনা   
  • ১২ আগস্ট, ২০২৪ ২৩:০৫

খুলনা জেলা বিএনপির আহ্বয়াক আমির এজাজ খান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ফসল কেড়ে নিতে যড়যন্ত্র করা হচ্ছে। আমরা তা হতে দেব না। স্বরাষ্ট্র উপদেষ্টা আবারও সেই ঘাতক শাসককে ফিরিয়ে এনে বাংলার জনগণকে নির্যাতনের মধ্যে ফেলতে চান। আমরা এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা চাই না।’

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। তিনি সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্গঠন করে রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে বক্তব্য দেয়ায় এই প্রতিবাদ মিছিল করা হয়।

সোমবার রাত ৯টার দিকে খুলনার কে ডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহর ঘুরে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

খুলনা মহানগর বিএনপির আহ্বয়াক শফিকুল আলম মনা বলেন, ‘আমাদের সন্তান ও ছেলেমেয়েদের সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। ছাত্র-জনতার প্রতিবাদের মুখে শেখ হসিনা বাংলার মাটি থেকে পালিয়ে গেছেন।

‘অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আজ বলেছেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতে। বাংলার জনগণ ও আমাদের দামাল ছেলেরা এর প্রতিবাদ করেছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ চাই।’

খুলনা জেলা বিএনপির আহ্বয়াক আমির এজাজ খান বলেন, ‘গত ১৭ বছর এক স্বৈরশাসক ১৮ কোটি মানুষকে নির্যাতন করেছে। হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে। ছাত্রদের গুলি করেছে। তিনি পেছনের দরজা দিয়ে পালিয়েছেন।

‘ছাত্র-জনতার সেই আন্দোলনের ফসল কেড়ে নিতে যড়যন্ত্র করা হচ্ছে। আমরা তা হতে দেব না। স্বরাষ্ট্র উপদেষ্টা আবারও সেই ঘাতক শাসককে ফিরিয়ে এনে বাংলার জনগণকে নির্যাতনের মধ্যে ফেলতে চান। আমরা এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা চাই না।’

প্রসঙ্গত, সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রীকে বলছি, আপনি দেশে ফিরে আসেন। আপনার নাগরিকত্ব তো চলে যায়নি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের অন্যতম একটি বড় দল। এ দলে অনেক ভালো মানুষ আছে। তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। অথচ তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। আপনারা দল গোছান, আপনারা তো নিষিদ্ধ না।’

এ বিভাগের আরো খবর