বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পলিটিক্যাল অ্যাক্টের মধ্যে থেকে দলগুলোকে রাজনীতি করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১২ আগস্ট, ২০২৪ ১৮:০৩

ক্ষমতাচ্যুতরা বিভিন্ন জায়গায় আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লোক জড়ো করুন আর যাই করুন, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। পলিটিক্যাল পার্টির মতো থাকেন। ইলেকশন এলে কনটেস্ট করবেন।’

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন বলেছেন, ‘এখন থেকে রাজনীতি করা কঠিন হবে। রাজনৈতিক দলের জন্য আইন করা হবে। পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করা হবে। রাজনৈতিক দলগুলোকে আইনের মধ্যে থেকে রাজনীতি করতে হবে।’

সোমবার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্যদের খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত বলেন, ‘আমাদের দেশের অনেক সমস্যা আছে। এ দেশে রাজনীতি করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। সেটা আপনাদের পছন্দ হলে হলো, না হলে আমি যতদিন পর্যন্ত আছি, এটা করে ছাড়ব। আপনারা জানেন যে আমি নির্বাচন কমিশনে ছিলাম। সেখানে অনেক কিছু করে ছেড়েছি।

‘রাজনৈতিক দল আইনের মধ্যে যদি থাকে, রাজনীতি করতে পারবে। না হলে পারবে না। এরকম স্বৈরাচারী জায়গায় চলে যাবে সেটা হবে না।’

ইতোমধ্যে রাজনৈতিক দল আইন তৈরির জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘আমার অভিজ্ঞতা আছে এ বিষয়ে। রাজনৈতিক দল করবেন, বাংলাদেশে আপনাকে নিবন্ধন করতে হবে। আইনে যা বলা আছে তা মানতে হবে। শেয়ারবাজারে যখন যান, তখন নিবন্ধন করেন না? আপনি কম্পানি যখন খোলেন, তখন নিবন্ধন করেন না? ইচ্ছা হলে আপনি রাজনীতি করলেন আর চাঁদাবাজি শুরু করে দিলেন, এটা হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘যা হয়েছে হয়েছে, ইতিহাসকে ফেরত আনতে পারব না। আমরা মনে করি আওয়ামী লীগ অনেক পুরনো পার্টি, সেখানে নতুন নেতৃত্ব আসবে। তারা এ শিক্ষাটা গ্রহণ করবে।’

এক প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশে রাজনীতি হয়ে গেছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো রাজনীতিবিদ তৈরি করিনি, চাটুকার তৈরি করেছি। মানুষ মরে যাচ্ছে, কিন্তু বলা হচ্ছে না। এরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না।’

তিনি বলেন, ‘পুলিশকে আর লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে পারবেন না। পুলিশ কমিশনের মতো পুলিশ চলবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এভাবে একটা দেশ চলে না। একজনের ইচ্ছেমতো রাষ্ট্র চালানো যায় না। দেশটা কারও পার্সোনাল প্রপার্টি বা ফ্যামিলি প্রপার্টি না। হাজার হাজার লোক মারার পরও ক্ষমতায় থাকতে চাওয়ার মানসিকতা।

‘পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনীর মতো। তাদের হাতে ১৫-২০ বছর আগে মারণাস্ত্র তুলে দেয়া হয়েছে। দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এটা ঠিক হয়নি।’

ক্ষমতাচ্যুতরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লোক জড়ো করুন আর যাই করুন, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি।

‘আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে। এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো থাকেন। ইলেকশন এলে কনটেস্ট করবেন। জনগণ ভোট দিলে ভোটে যাবেন।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে উদ্দেশ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘এদেশের লোক এতো তাড়াতাড়ি ভুলে নাই। সময় দেন হয়তো ভুলে যাবে। আপনারা যাদের নেতা ধরছিলেন তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন। যাকে ধরছে তাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে। আমরা জানি কে কোথায় আছে।

‘ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি, আই হ্যাভ আ লট অব রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। আপনারা আসুন, যারা রেগুলার (রাজনীতি) করতে চান। এখানে মারামারি করে কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি চারশ থেকে পাঁচশ তারও বেশি মারা গেছে উভয়পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে। আনসারের এই অবস্থা হয়েছে।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘আর কেউ যদি মনে করেন যে আবার কাউন্টার রেভ্যুলুশন করে আসবেন, তা করতে হলে আপনাকে আবার হাজার হাজার লোকের রক্ত বইয়ে দিতে হবে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নেন। আমার কিছু করার নেই।’

এ বিভাগের আরো খবর