বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপি নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১২ আগস্ট, ২০২৪ ১৭:০৫

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলমান বৈঠকে অংশ নিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও জমিরউদ্দিন সরকার।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার বিকেল ৪টার দিকে এই বৈঠক শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকে যোগ দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ড. ইউনূস বিএনপি নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন।’

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও জমিরউদ্দিন সরকার উপস্থিত রয়েছেন।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু জানান, সন্ধ্যায় ৬টায় চারটি দলের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদের উভয় অংশ এই আলোচনায় অংশ নেবে।

প্রসঙ্গত, ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

এ বিভাগের আরো খবর