বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার রংপুরে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বরাত দিয়ে ইউএনবি এ তথ্য জানায়।
বার্তা সংস্থাটির খবরে বলা হয়, হেলিকপ্টারে করে রংপুরে যান প্রধান উপদেষ্টা।
এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, শনিবার রংপুরে যাবেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণের আগে দুপুরে দেশে এসে দেয়া বক্তব্যের শুরুতেই আবু সাঈদকে স্মরণ করেন ড. ইউনূস।
তিনি বলেন, ‘আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারছে না। অবিশ্বাস্য একটা সাহসী যুবক। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তার পরের থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই। সামনে এগিয়ে গেছে এবং বলছে, যত গুলি মারো, মারতে পারো। আমরা আছি।
‘তো যার কারণে সারা বাংলাদেশজুড়ে এ আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল, এ স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেয়া হবে। তা না হলে এ স্বাধীনতার কোনো দাম নেই।’