নবম পদাতিক ডিভিশনের উদ্যোগে ঢাকার সাভারে সুশীল সম্প্রদায়ের অংশগ্রহণমূলক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সব ধর্ম ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
সাভার সেনা পাবলিক স্কুল ও কলেজের কনফারেন্স রুমে বুধবার রাতে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সেনাবাহিনীর কর্মকর্তারা আগত প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ এলাকার বর্তমান পরিস্থিতি শোনেন। সেই সঙ্গে যেকোনো ধর্মীয় উপাসনালয়সহ সহিংসতা রুখতে মাইনাস জিরো টলারেন্সের ঘোষণা দেন তারা।
এ ছাড়াও যেকোনো পরিস্থিতিতে হটলাইন নম্বরগুলোতে তথ্য প্রদানের জন্য সবাইকে অনুরোধ করা হয়।
ওই সময় স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ মেহেদী হাসান, কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।