জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির এক আদেশে তার নিয়োগ বাতিল করা হয়েছে। গত ২৭ জুন তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়িয়েছিল সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির এক আদেশে তার নিয়োগ বাতিল করা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৭ জুন তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছিল সরকার।