চুয়াডাঙ্গায় জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক জোয়ার্দ্দারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মোমিনপুর ইউনিয়ন পরিষদের তিন বারের সাবেক চেয়ারম্যান ছিলেন।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশনের পাশের রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোলাম ফারুক জোয়ার্দ্দার মোমিনপুর রেলওয়ে স্টেশনের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। এলাকার লোকজন আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ সেকেন্দার আলী জানান, অজ্ঞাত কয়েকজন গোলাম ফারুক জোয়ার্দ্দারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।