বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গোপসাগরে নৌকা ডুবে শিশুসহ নয় রোহিঙ্গার মৃত্যু

  • প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)   
  • ৬ আগস্ট, ২০২৪ ২০:১৩

টেকনাফের ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘সাগরে নৌকাডুবির ঘটনায় নয় রোহিঙ্গার মরদেহ উদ্ধারের খবর শুনেছি। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে মিয়ানমার থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’

বাংলাদেশে কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে নৌকা ডুবে শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ২২ জন।

টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট এলাকার সাগরে মঙ্গলবার দুপুর ১২টার পর এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া রোহিঙ্গাদের মধ্যে আটজন শিশু-কিশোর ও নারী। জীবিত উদ্ধার করা হয়েছে দুজনকে।

টেকনাফ মডেল থানার ওসি ওসমান গনি বলেন, ‘সাগরে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় জেলেরা নয় জনের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয় জনপ্রতিনিধিদেরকে মরদেহগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।’

এ বিষয়ে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, ‘মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে নৌকাডুবির ঘটনায় নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের নির্দেশনা অনুযায়ী ক্যাম্পে থাকা স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তরের প্রস্তুতি চলছে। ডুবে যাওয়া নৌকায় ৩১ জন রোহিঙ্গা ছিল বলে জানা গেছে।’

স্থানীয় এক জেলে জানান, এখনও রোহিঙ্গা বোঝাই কয়েকটি নৌকা সাগরে ভাসছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘সাগরে নৌকাডুবির ঘটনায় নয় রোহিঙ্গার মরদেহ উদ্ধারের খবর শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।

‘বাংলাদেশে এই পরিস্থিতিতে মিয়ানমার থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’

এ বিভাগের আরো খবর