প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার জন্য সেনাবাহিনী শেখ হাসিনাকে ৪৫ মিনিটের নোটিশ দিয়েছিল বলে সোমবার জানিয়েছে এনডিটিভি।
ভারতভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, সংঘর্ষে তিন শতাধিক মানুষ নিহত হওয়ার পর দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব নেয়া সেনাবাহিনী পদত্যাগের জন্য তাকে ৪৫ মিনিট সময় দিয়েছিল।
সংবাদমাধ্যমটি জানায়, সামরিক বিমানে করে অজ্ঞাত ‘নিরাপদ স্থানে’ যাচ্ছেন শেখ হাসিনা।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা ত্রিপুরার আগরতলা যাচ্ছিলেন, তবে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ থেকে আসা কোনো সামরিক বিমান এখানে অবতরণ করার কথা নয়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সহিংসতায় ব্যাপক প্রাণহানির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ঢাকা ছেড়েছেন বলে সূত্রের বরাত দিয়ে জানায় এএফপি।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে বলে, ‘নিরাপদ স্থানে যেতে (প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) গণভবন ছেড়েছেন তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ও তার বোন (শেখ রেহানা)।
‘তিনি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে সে সুযোগ পাননি তিনি।’
ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রী কোথায় গেছেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।