বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্যে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
আইএসপিআরের প্রথম বার্তার বরাত দিয়ে খবরে বলা হয়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।
পরবর্তী সময়ে আইএসপিআর থেকে পাঠানো আরেক বার্তায় জানানো হয়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর দুইটার পরিবর্তে বিকেল তিনটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।