বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোমবার সমাবেশ, মঙ্গলবার ঢাকামুখী লংমার্চ আন্দোলনকারীদের

  • প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়   
  • ৪ আগস্ট, ২০২৪ ১৪:৫৫

কর্মসূচি অনুযায়ী, সোমবার ঢাকায় শ্রমিক ও নারী সমাবেশ, সারা দেশে বিক্ষোভ ও গণঅবস্থান পালন করা হবে। আর মঙ্গলবার লংমার্চ টু ঢাকা পালন করবেন আন্দোলনকারীরা।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার আগামী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কর্মসূচি অনুযায়ী, সোমবার ঢাকায় শ্রমিক ও নারী সমাবেশ, সারা দেশে বিক্ষোভ ও গণঅবস্থান পালন করা হবে। আর মঙ্গলবার লংমার্চ টু ঢাকা পালন করবেন আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম সংবলিত বিজ্ঞপ্তিতে নতুন কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সোমবার সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়ার স্থানগুলোতে শহীদ স্মৃতিফলক উন্মোচন করারও আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সোমবার ঢাকার শাহবাগে বেলা ১১টায় শ্রমিক সমাবেশ আর বিকেল পাঁচটায় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে মঙ্গলবারের লংমার্চে সারা দেশের ছাত্র, নাগরিক ও শ্রমিককে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। ওই দিন সবাই দুপুর দুইটায় শাহবাগে জমায়েত হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। লংমার্চের স্লোগান নির্ধারণ করা হয়, ‘ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা’।

নাহিদের নাম সংবলিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদের গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ না থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখল রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।’

এ বিভাগের আরো খবর