বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত বিক্ষোভ ও গণসমাবেশে যোগ দিতে আসা আন্দোলনকারীদের সঙ্গে রোববার ছাত্রলীগের ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়েছে।
রাজধানীর শাহবাগ চত্বরে সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের অবস্থান দেখে তাদের ধাওয়া দেন আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়লে সেদিকে ইটপাটকেল ছোড়েন আন্দোলনকারীরা। ওই সময় ছাত্রলীগের নেতা-কর্মীরাও ইটপাটকেল ছুড়তে থাকেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত বিক্ষোভ ও গণসমাবেশের অংশ হিসেবে সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের অনেকে পুরান ঢাকার চকবাজার থেকে আসেন।
আন্দোলনকারীরা লাঠি হাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন আর টিএসসির সামনে থাকা একদল পুলিশকে ধাওয়া দিয়ে দিয়ে শামসুন্নাহার হলের দিকে পাঠিয়ে দেন। পরে তারা রাজু ভাস্কর্য হয়ে দোয়েল চত্বর মিছিল করেন।
ওই সময় তাদের সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শাহবাগ মোড়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন এবং সেখানে একা পেলে আন্দোলনকারীদের মারধর করা হচ্ছে, এমন খবর পেয়ে সাড়ে ১০টার দিকে রাজু ভাস্কর্য থেকে শাহবাগের দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা।
ওই সময় শাহবাগ থানার সামনে পুলিশের সতর্ক অবস্থান দেখে আন্দোলনকারীরা তাদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। আন্দোলনকারীরা যেন শাহবাগ থানায় কোনো আক্রমণ না করেন, সে জন্য তাদেরই একটি দল থানার সামনে মানব ব্যারিকেড তৈরি করে।
পরে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে এসে ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাওয়া দেন। এরপর ছাত্রলীগ নেতা-কর্মীরা বিএসএমএমইউতে ঢুকে পড়লে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়।
একপর্যায়ে শাহবাগ ওভার ব্রিজের পাশের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। ওই সময় তারা ভেতরে থাকা কয়েকটি বাস ও অ্যাম্বুলেন্সে ভাঙচুর করেন। আর জ্বলতে দেখা যায় একটি মোটরসাইকেল।
আন্দোলনকারীদের ভাষ্য, গাড়িতে আগুন দিয়েছে ছাত্রলীগ। অন্যদিকে ছাত্রলীগের ভাষ্য, আন্দোলনকারীরা অগ্নিসংযোগ করেছে গাড়িতে।
এ প্রতিবেদন লেখার সময় আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন। পুলিশ শাহবাগ থানার সামনে আর ছাত্রলীগ বিএসএমএমইউর ভেতরে অবস্থান করছিল।
এর আগে শনিবার সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা করে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার বেলা ১১টা থেকে রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এক বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেয়ার আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা ১১টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে।