বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না’

  • প্রতিনিধি, ঠাকুরগাঁও   
  • ৩ আগস্ট, ২০২৪ ১৬:২৯

আন্দোলন শেষে শিক্ষার্থীদের একজন জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের ভাই-বোনদের হত্যার বিচার চাই। আজ আমরা বৃষ্টিতে ভিজে আন্দোলন করছি। যদি বৃষ্টির মতো গুলিবর্ষণও হয় আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।’

ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে অংশ নিয়েছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচিতে অংশগ্রহণ শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোটা সংস্কার আন্দোলনে নিহত লোকজনের প্রতি শোক প্রকাশ করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বলেন, গুলি হলেও তারা রাজপথ ছেড়ে যাবেন না। আন্দোলন চালিয়ে যাবেন তারা।

দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড চত্বরে ঠাকুরগাঁও-পঞ্চগড়-দিনাজপুর ও ঢাকা মহাসড়ক অবরোধ করে।

এখানে দেড় ঘন্টার বেশি সময় ধরে শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ওই সময় মহাসড়ক অবরোধ হলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সেখান থেকে আবারও মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা অবরোধ করে এবং একই রকম স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এখানে এক ঘণ্টা অবস্থান করার পর আবার বড় মাঠে ফিরে যান শিক্ষার্থীরা।

আন্দোলন শেষে শিক্ষার্থীদের একজন জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের বলেন, ‘অধিকার আদায়ের আন্দোলনে এসে আমার ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আর খুনিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এ অস্থিরতা শাসক বুঝছে না।

‘আমরা আমাদের ভাই-বোনদের হত্যার বিচার চাই। আজ আমরা বৃষ্টিতে ভিজে আন্দোলন করছি। যদি বৃষ্টির মতো গুলিবর্ষণও হয় আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।’

আন্দোলনে আসা অভিভাবকদের একজন বলেন, ‘এখানে তো আমাদের সন্তানরা আন্দোলন করছে। সরকার প্রধান কি আমাদের সন্তানদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে না?’

আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইন্তাজুল হক বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের মিথ্যা মামলা ও হয়রানি করা হলে কাউকে আটক করা হলে বিনা মূল্যে তাদের আইনগত সহায়তা করা হবে।’

সরেজমিনে দেখা যায়, পুরো সময়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছে। বাসস্ট্যান্ড থেকে মিছিল নিয়ে ফেরার পথে বালক উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা কথা বলে এবং পুলিশ সামনে হাঁটা অবস্থায় মিছিল নিয়ে শহর চৌরাস্তার অভিমুখে যায়।

মিছিলে আন্দোলনকারীরা মাইকে কাউকে উচ্ছৃঙ্খল আচরণ করতে নিষেধ করেন এবং কেউ যেন লাঠি না নেয় হাতে, সে আহ্বান জানান। পরে শহরের চৌরাস্তায় বিক্ষোভ ও অবস্থান করে বড় মাঠে ফিরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে।

কর্মসূচির বিষয়ে তারা জানান, ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়, তাহলে যেন প্রতিদিন সকাল ১১ টায় তারা বড়মাঠে এসে সমাবেত হয়।

এ বিভাগের আরো খবর