বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মৃত্যুর তদন্ত-বিচার নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১ আগস্ট, ২০২৪ ২২:৪৬

বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে কূটনীতিকদের আমরা লেটেস্ট তথ্য ও ভিডিও দেখিয়েছি। আমরা জানিয়েছি, হেলিকপ্টার থেকে র‍্যাব গুলি করেনি। আন্দোলনের সময় বিজিবি ও পুলিশের ভূমিকা কী ছিল সেটাও তুলে ধরেছি। আমরা তাদের কাছে ভিডিও সরবরাহ করেছি।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে মৃত্যুর তদন্ত ও বিচার নিয়ে সরকার বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় কূটনীতিকদের সামনে চলমান পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্র সচিব।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

কূটনীতিকদের ব্রিফিং শেষে মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিদেশি কূটনীতিকদের আমরা লেটেস্ট তথ্য ও ভিডিও দেখিয়েছি। আমরা জানিয়েছি, হেলিকপ্টার থেকে র‍্যাব গুলি করেনি। এছাড়া আন্দোলনের সময় বিজিবি ও পুলিশের ভূমিকা কী ছিল সেটাও তুলে ধরেছি। আমরা তাদের কাছে ভিডিও সরবরাহ করেছি।

‘আন্দোলন নিয়ে দেশ-বিদেশে গুজব ক্যাম্পেইন চলছে। তাই তাদের (কূটনীতিকদের) সঠিক তথ্য দিয়েছি।’

তিনি বলেন, ‘কূটনীতিকদের সামনে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা জানিয়েছি, আন্দোলনে মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন কাজ শুরু করেছে। কমিশন সুষ্ঠুভাবে প্রতিটি ঘটনার তদন্ত করবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, বিদেশিদের এখানে বিনিয়োগ আছে। ইন্টারনেট বন্ধ ছিল। এসব নিয়ে তাদের উদ্বেগ রয়েছে।

তিনি বলেন, ‘আমরা বিদেশিদের জানিয়েছি যে শান্তিপূর্ণভাবে সমাবেশে কোনো বাধা দেয়া হচ্ছে না।’

এক প্রশ্নের তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন মারা গেছে। এর মধ্যে ছাত্র ২৫ জন।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান বলেন, ‘আমরা প্রতিটি জিনিস নিয়েই কথা বলতে প্রস্তুত। কূটনীতিকদের সঙ্গে আমরা তথ্য শেয়ার করেছি। আমরা ধারাবাহিকভাবে এটা শেয়ার করব। কোটা আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি কোনো দেশের সঙ্গেই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে প্রভাব ফেলেনি।’

বৃহস্পতিবার প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ব্রিফিংয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, সুইডেন, কাতার, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ভারত, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মরক্কো, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘসহ ২২টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি তুলে ধরতে এর আগে ২১ জুলাই কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ বিভাগের আরো খবর