বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ দলটির অন্যান্য অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ অবস্থায় কোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত হয়ে আছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকার বিভিন্ন মোড়ে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, যে কোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত ডিএমপি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন মোড়ে টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে।