শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারা অগ্নিসংযোগ, হামলা-ভাঙচুর ও মেট্রো রেলে হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) হারুন অর রশীদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিণ্টো রোডে ডিবি কার্যালয়ে বিদায়ী বক্তব্যে তিনি এ কথা বলেন।
এছাড়া দায়িত্ব পালনকালে গোয়েন্দা বিভাগ বা ডিবিতে কীভাবে কাজ করেছেন, কী অবদান রেখেছেন সে ব্যাপারেও কথা বলেছেন সদ্য সাবেক ডিএমপি ডিবি প্রধান।
ডিবি থেকে ডিএমপির ক্রাইম (অপারেশন্স) বিভাগে বদলি হওয়া হারুন বলেন, ‘অনেক বড় বড় ঘটনা, গুরুত্বপূর্ণ মামলা ডিবিতে আমরা তদন্ত করেছি। আমরা তদন্ত করে তথ্য-প্রমাণের মাধ্যমে মামলার ক্লু বের করেছি। কোনো নিরীহ মানুষকে আমরা গ্রেপ্তার করিনি। আবার কোনো প্রভাবশালী ব্যক্তিকে ছাড় দেইনি।
‘আমরা মনে করি, কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেসব মামলা হয়েছে, সেখানে যারা নির্দেশদাতা তাদের আমরা গ্রেপ্তার করব। যারা ঘটনার সঙ্গে জড়িত, অগ্নিসংযোগ করেছে, বিভিন্ন জায়গায় আগুন-ভাঙচুর করেছে, মেট্রো রেলে হামলা চালিয়েছে, তারা যেখানেই থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
সাবেক ডিএমপি ডিবি প্রধান বলেন, ‘আমি সাধারণ মানুষের কাছে গোয়েন্দা পুলিশের (ডিবি) আস্থার জায়গা তৈরি করেছি। বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ জানে কারও কোনো সমস্যা হলে ডিবিতে গেলে সমস্যার সমাধান হতে পারে। এই মনে করে অসংখ্য মানুষ আমাদের কাছে আসে। আমরা চেষ্টাও করেছি তাদের কাজগুলো সুন্দরভাবে করে দেয়ার। সে কারণে সাধারণ মানুষ ডিবির নামটা জানে।
‘আমি মনে করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে আরেকটা জায়গায় পদায়ন করেছে। বিস্তৃত কাজ করার সুযোগ দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘মানুষের শেষ ভরসাস্থল হচ্ছে থানা। থানা যেন মানুষকে সেবা দিতে পারে। আমি চেষ্টা করব সাধারণ মানুষ থানায় এসে যেন সেবা পায়। যেকোনো ঘটনায় থানায় জিডি করা, মামলা করা, এটা যেন করতে পারে। আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে তৈরি করতে।’