টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু এলাকার বেশ কয়েকটি গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারও মানুষ। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে পড়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ।
স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে পড়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা।
এছাড়াও তুমব্রু এলাকায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী। বন্যার পানিতে ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পানিবন্দি বাসিন্দাদের।
এদিকে টানা বর্ষণে পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে থানচি সড়কের জীবননগর এলাকায় পাহাড়ের বিশাল একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে। এতে বান্দরবান ও থানচির মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে ধসে পড়া মাটি অপসারণে কাজ করছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেনাবাহিনীর সহায়তা মাটি অপসারণের কাজ করছি। দ্রুত মাটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে দেয়া হবে।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘ঘুমধুম ও তুমব্রু এলাকায় পানিবন্দি বাসিন্দাদের ত্রাণ সহায়তা প্রদান ও নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে টানা বৃষ্টিপাত হওয়ায় পাহাড় ধসের আশংকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদেরকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে।