বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণের আহ্বান

  • প্রতিনিধি, ঢাবি   
  • ৩১ জুলাই, ২০২৪ ২২:৪৫

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা প্রদান এবং তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

এর আগে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে যোগদান করতে এসে পুলিশের হাতে আটক হওয়া থেকে শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে পুলিশের ধাক্কায় পড়ে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়া। তিনি চিকিৎসাধীন।

এই ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী এবং একই বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভূঁইয়ার সঙ্গে পুলিশের অসদাচরণের অভিযোগ উত্থাপিত হয়েছে।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ ধরনের অসদাচরণের নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় বাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইতোমধ্যে আমরা অবগত হয়েছি যে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সোনম সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় বস্তুনিষ্ঠ মতামত প্রকাশ করায় তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। তিনি ২৬ জুলাই শাহবাগ থানায় এ বিষয়ে একটি জিডি করেন।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছে।’

এ বিভাগের আরো খবর