কয়েকদিন সীমিত সময় অফিস চলার পর আগামীকাল বুধবার থেকে সরকারি সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।
কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কয়েক দিন বন্ধ এবং পরবর্তী কয়েক দিন সীমিত সময় অফিস চলার পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার থেকে সরকারি অফিস-আদালত স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
ব্যাংক ও আদালত নিজেদের মতো করে সময়সূচি নির্ধারণ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ায় ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত হলেও স্বাভাবিক সময়ের মতো অফিস চলেনি। অফিস চলেছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।