গাজীপুরের কাপাসিয়া উপজেলার পূর্ব সীমান্তে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ও কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন বাহিনীর সদস্যরা।
নদের পানিতে ডুবে প্রাণ হারানো দুজন হলো উপজেলার সনমানিয়া ইউনিয়নের সনমানিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে ফাহাদ হোসেন (১৭) ও মফিজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১৮)।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকাল ১০টার দিকে আটজন প্রতিবেশী বন্ধু মিলে ওই নদে গোসল করতে যায়। সনমানিয়া সেতু এলাকায় বানার ও ব্রহ্মপুত্র নদের মোহনায় পানির স্রোতের সঙ্গে ওই দুজন ভেসে যেতে থাকে। একসময় তারা পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যায় দুজনের মরদেহ উদ্ধার করে।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, শুক্রবার সাড়ে ১২টার দিকে পানিতে ডুবে দুজন নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সংবাদ পাঠানো হয়। এর ভিত্তিতে কাপাসিয়া, টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল প্রায় ছয় ঘণ্টা উদ্ধারকাজ চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া বলেন, ‘পানিতে ডুবে দুজনের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
‘বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’