প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক সহিংসতায় দল-মত-নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয়-রোজগারের ব্যবস্থা করবে সরকার।
সহিংসতায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের শুক্রবার বিকেলে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
শেখ হাসিনা বলেন, ‘সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করা হবে। আহতরা যে দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার।
প্রশ্ন রেখে সরকার প্রধান বলেন, ‘কোটা নিয়ে সব দাবি মেনে নেয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না? বিএনপি-জামায়াতের সহিংসতা-বর্বরতার বিরুদ্ধে দেশ-বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে।’
প্রধানমন্ত্রী এ সময় ঢাকা মেডিক্যাল কলজে হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসক এবং নার্সদের সঙ্গেও কথা বলেন।