সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতার ফলে টাঙ্গাইলে জারি হওয়া কারফিউ শিথিল করা হয়েছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে, তবে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায় কমেছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম প্রান্ত দিয়ে যানবাহন পার হয় ১৪ হাজার ৭৭৮টি। এতে টোল আদায় হয় এক কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।
১৯ জুলাই ১৩ হাজার ৯৮৬ পরিবহনের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ১৭ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা। ২০ জুলাই ৮ হাজার ৮৪৩টি পরিবহনের বিপরীতে ৭১ লাখ ৬ হাজার ৪০০ টাকা, ২১ জুলাই ৭ হাজার ৩০৬ পরিবহনের বিপরীতে টোল আদায় হয় ৫৯ লাখ ১৪ হাজার ৩০০ টাকা।
এ ছাড়া ২২ জুলাইয়ে ৯ হাজার ৩১৬ পরিবহনের বিপরীতে ৭৩ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা ও ২৩ জুলাই ১১ হাজার ৯০৭ পরিবহনের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে ৯৯ লাখ ৮৩ হাজার ৭০০ টাকা।
গত ২৩ জুলাই রাত ১২টা থেকে ২৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত মোট ১২ ঘণ্টায় ৭ হাজার ২৭৭টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বৃহস্পতিবার বিকেলে জানান, কয়েক দিনের তুলনায় গত মঙ্গলবার রাত থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে, কিন্তু কোটা সংস্কারের আন্দোলন ও কারফিউ জারির কারণে সেতু দিয়ে স্বাভাবিকের তুলনায় অনেক কম যানবাহন পারাপার হয় এবং টোল আদায়ও কম হয়।