কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর-১০ এলাকায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউএনবি জানায়, বৃহস্পতিবার সকালে স্টেশনটি পরিদর্শনে যান সরকারপ্রধান।
বার্তা সংস্থাটির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী পুরোপুরি বিধ্বস্ত স্টেশনটির বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
ওই সময় মেট্রোরেলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জ্যেষ্ঠ কর্মকর্তারা স্টেশনটির ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন চালুর বিষয়ে পরিকল্পনার কথা জানান।
ইউএনবির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত শুক্রবার অজ্ঞাতনামা কিছু ব্যক্তি মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে তাণ্ডব চালান। এতে স্টেশন দুটির উল্লেখযোগ্য ক্ষতি হয়।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়।
ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, মেট্রোরেলের ক্ষয়ক্ষতি যাচাইয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পর ট্রেন ফের চালুর সময় জানানো হবে।
মেট্রোরেলের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পাশাপাশি এটি ফের চালু করা যাবে কি না, তা নিরূপণে গত ২২ জুলাই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয়েছে এমআরটি লাইন-৬ প্রকল্পের অতিরিক্ত পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়াকে।