নওগাঁ সদর উপজেলা থেকে সবুজ হোসেন (৪৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বর্ষাইল ইউনিয়নের ঝিকরা ইটভাটার পাশে পানি সেচের ড্রেন থেকে বৃহস্পতিবার ভোররাতে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে সজিব হোসন (৩০) নামের আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাণ হারানো সবুজ হোসেন বর্ষাইল ইউনিয়নের মল্লিকপুর মাস্টারপাড়া গ্রামের প্রয়াত সাইদুল হোসেনের ছেলে।
আহত সজিব হোসেন একই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে ও সবুজের চাচাতো ভাই।
স্থানীয় ও পুলিশের কাছ থেকে জানা যায়, সবুজ হোসেন তার পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন। কয়েক দিন আগে তার ছোট বোনের সিজারিয়ান অপারেশনের জন্য বাড়িতে আসেন। অস্ত্রোপচার শেষে বুধবার রাত সাড়ে ১১টার গাড়িতে নওগাঁ থেকে ঢাকায় যাওয়ার জন্য টিকিট কেটে রাখেন তিনি। রাত সাড়ে ৯টায় তার চাচা সাখাওয়াত মোটরসাইকেলে করে হাঁপানিয়া পর্যন্ত তাদের দুই ভাইকে নামিয়ে দিয়ে যান।
পরে সজিবের বাবা রাত সাড়ে ১২টায় তার মোবাইল ফোনে কল দিলে সজিব জানান, তারা সমস্যায় পড়েছেন। তার কিছু পর থেকে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ভোররাতে একজনের মরদেহ পাওয়া যায়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’