বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোটা আন্দোলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র: মিলার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ জুলাই, ২০২৪ ১৩:০১

প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘প্রথমত বলব, এটি (প্রশ্নকারীর বক্তব্য) ঠিক নয়। এ সপ্তাহে আপনি আমাকে কয়েকবার বলতে শুনেছেন, সোমবারও বলেছি; আমার মনে হয় এটি গতকালও আরেকবার বলেছি। আমি এটি আজ আবারও বলছি যে, আমরা শান্তিপূর্ণ যেকোনো প্রতিবাদের ওপর সহিংসতার নিন্দা জানাই।’

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার।

ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের এ অবস্থান ব্যক্ত করেন তিনি।

ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে প্রশ্নকারী সাংবাদিক মিলারের উদ্দেশে বলেন, ‘সঙ্গী শিক্ষার্থীদের সুরক্ষা ও উদ্ধারে পুলিশের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের তরুণ ছাত্র আবু সাঈদ, তবে সরকারি বাহিনী তাকে গুলি করতে ইতস্তত করেনি। বন্ধুদের উদ্ধারের সময় সে খেয়ালই করেনি যে, সে গুলিবিদ্ধ হয়েছে। প্রহসনের নির্বাচনের ঠিক আগে এভাবেই ক্ষমতা ধরে রেখেছেন (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা।

‘আমি দুঃখিত। পররাষ্ট্রমন্ত্রী (অ্যান্টনি ব্লিঙ্কেন) বলেছিলেন, গোটা বিশ্ব বাংলাদেশের নির্বাচন দেখছে এবং স্টেট ডিপার্টমেন্ট ও যুক্তরাষ্ট্র এটার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে, কিন্তু জনগণের অধিকার কেড়ে নেয়ার পর হঠাৎ আপনারা নীরব হয়ে গেলেন। এটি কেন?’

ওই প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘প্রথমত বলব, এটি (প্রশ্নকারীর বক্তব্য) ঠিক নয়। এ সপ্তাহে আপনি আমাকে কয়েকবার বলতে শুনেছেন, সোমবারও বলেছি; আমার মনে হয় এটি গতকালও আরেকবার বলেছি। আমি এটি আজ আবারও বলছি যে, আমরা শান্তিপূর্ণ যেকোনো প্রতিবাদের ওপর সহিংসতার নিন্দা জানাই।

‘আমাদের (ঢাকাস্থ) দূতাবাস এবং ওয়াশিংটনের কর্মকর্তারা বিষয়টিকে (কোটা সংস্কার আন্দোলন) নিবিড়ভাবে নজরে রেখেছি এবং আন্দোলন, প্রতিবাদে লোকজনের নিহত হওয়ার খবর পর্যবেক্ষণ করছি।

‘আমরা আবারও লোকজনের শান্তিপূর্ণভাবে প্রতিবাদের অধিকার সমুন্নত রাখতে (বাংলাদেশ) সরকারের প্রতি আহ্বান জানাই।’

এ বিভাগের আরো খবর