পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৩) ও ফারাজানা ইয়াসমিন (২৩) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে।
উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামে বুধবার সকাল আটটার দিকে ঘটনাটি ঘটে।
প্রাণ হারানো ভাই-বোন চাচকিয়া গ্রামের হিরু ইসলামের সন্তান।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে হিরু ইসলামের স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশের কাছ থেকে জানা যায়, আশুরা উপলক্ষে বুধবার তাঁতশ্রমিকদের ছুটি থাকায় হিরু ইসলামের বড় মেয়ে ফারজানা তাঁতের মেশিন চালাতে যান। ওই সময় ফারজানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন। তাকে উদ্ধার করতে ছোট ভাই এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর দুজনকে উদ্ধার করতে তার মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় তাদের মাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যার অবস্থা গুরুতর।
দুই সন্তান হারানো বাবা হিরু ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজকে ছুটির দিনে শ্রমিকরা কাজে আসেনি। তাই মেয়ে তাঁত চালাতে গেছিল। তাঁত মেশিনের তার ছিঁড়ে গেছিল। আমরা একটুও টের পাইনি।
‘আমার সর্বনাশ হয়ে গেল। দুইজন কলিজার টুকরা আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি একদম এতিম হয়ে গেলাম। এ জীবনে আর বেঁচে থাকার দরকার নেই।’
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পারলুম তাঁত চালাতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্টে মেয়ে আটকে যায়। তাকে উদ্ধার করতে ছেলে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর দুইজনকে উদ্ধার করতে মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
‘ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। আমরা এখানে আসছি। মরদেহ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হবে।’